আপনি কী বাংলালিংক এসএমএস প্যাক খুঁজছেন? আমারা এই পোস্টটিতে বাংলালিংক এসএমএস অফার নিয়ে লিখেছি সাথে থাকছে সকল বাংলালিংক এসএমএস কেনার কোড।
অনেক বাংলালিংক গ্রাহক আছে যারা এসএমএস করতে পছন্দ করেন। তাদের জন্যই আমাদের এই পোস্ট।
আমারা সকল বাংলালিংক এসএমএস প্যাক নিয়ে আমাদের এই পোস্ট সাজিয়েছি। আশা করি আপনার উপকারে আসবে।
বাংলালিংক এসএমএস অফার

নিচে বাংলালিংক এসএমএস কোডগুলোতে ক্লিক করলে তা আপনার ডায়াল প্যাডে চলে যাবে। তারপর খুব সহজেই সিম সিলেক্ট করে ডায়াল করতে পারবেন।
Banglalink 30 SMS Offer
এটি বাংলালিংকের সবচেয়ে ছোট এসএমএস প্যাক। যারা অল্প টাকায় বাংলালিংক এসএম এস চায় তাদের জন্য।
এই অফারে পাচ্ছেন ৩০ এসএমএস ৩ টাকা দিয়ে। যার মেয়াদ থাকবে ৩ দিন। যা যতেষ্ঠ বলা যায়।
তবে আপনি আপনি এয়ারটেল বা রবিতে আরও ভাল অফার পারবেন। এখানে দেখুন রবি এসএমএস অফার ও এয়ারটেল এসএমএস অফার।
প্যাকটি কিনতে ডায়াল করুন: *166*330#
Banglalink 70 SMS Offer
এটি বাংলালিংকের সাপ্তাহিক এসএমএস অফার। যারা সাপ্তাহিক এসএমএস প্যাকেজ চাচ্ছেন তাদের জন্য এই প্যাকটি।
বাংলালিংক এর এই ৭০ SMS ক্রয় করতে প্রয়োজন হবে ৭ টাকা। যার মেয়াদ থাকবে ৭ দিন।
তবে আপনি অন্য সিমে আরও বেশ ভাল অফার পাবেন। আমাদের পোস্টের নিচের অংশের অন্য সিমের এসএমএস অফারের লিংক দেওয়া থাকবে।
জেনে রাখা ভাল যে তার মধ্যে রবির অফার গুলো অন্যতম। এখানে দেখুন রবি এসএমএস অফার।
প্যাকটি কিনতে ডায়াল করুন: *166*770#
Banglalink 200 SMS Offer
এটি বাংলালিংকের দ্বিতীয় সর্ব্বোচ্চ বড় এসএমএস অফার। যারা হলকা বড় এসএমএস অফার চায় তাদের জন্য এটি।
এই অফারের মেয়াদ থাকবে ১৫ দিন। আর এই ২০০ এসএমএস ক্রয় করতে প্রয়োজন হবে ১৫ টাকা।
প্যাকটি কিনতে ডায়াল করুন: *166*15#
Banglalink 500 SMS Offer
এটি বাংলালিংকের সবচেয়ে বড় এসএমএস প্যাক। তবে অন্য সিম গুলোতে আরও বড় প্যাক রয়েছে।
৫০০ SMS এর এই অফারটি পাচ্ছেন ৩০ টাকা দিয়ে। যার মেয়াদ থাকবে ৩০ দিনের জন্য।
তবে আপনি অন্য অপারেটর গুলোতে আরও কম দামে বেশ ভাল অফার পারবেন। নিচে অন্য সিমের এসএমএস অফারের লিংক দেওয়া আছে।
প্যাকটি কিনতে ডায়াল করুন: *166*305#
আরও দেখুনঃ