আমাদের দেশে অনলাইনে কেনাকাটার ওয়েবসাইট গুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই পোস্টে আমরা বিডি ঢাকা বা বাংলাদেশে অবস্থিত সবচেয়ে বড় অনলাইন শপিং মল সমূহ সম্পর্কে জানব।
আমারা নিচে দেশের সেরা সাইটগুলো নিয়ে আলোচনা করেছি। যেগুলো বর্তমানে বেশ ভাল সেবা দিয়ে আসছে।
এমনকি আপনি চাইলে অনলাইন থেকে খুব দ্রুত রেস্তুরেন্টের খাবার বা সবজি ও অর্ডার করতে পারবেন।
আর এই প্রয়োজনীয় সার্ভিস গুলো ডেলিভারিও বেশ দ্রুত দিয়ে থাকে। যা সাধারণত ২০ থেকে ১ ঘন্টার মধ্যে হয়ে থাকে।
১০ টি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল

বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ অনলাইনে কেনাকাটার ওয়েবসাইট রয়েছে। দিন দিন বাংলাদেশে অনলাইন শপিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
আমারা দেশের সেরা অনলাইন শপিং সাইটগুলো নিয়ে নিচে আলোচনা করেছি। যেগুলো খুব সার্ভিস প্রদান করে।
এসব অনলাইন শপিং সাইট থেকে খাবার সহ আপনি সকল কিছু ক্রয় করতে পারবেন। তবে চলুন দেখে নেওয়া যাক।
Daraz

দারাজ বাংলাদেশে সবচেয়ে বড় অনলাইন শপিং মল বা ইকমার্স প্রতিষ্ঠান। এটি বেশ জনপ্রিয়।
প্রায় সব ধরনের পণ্য এখানে পাওয়া যায়। তবে ভাল পণ্য চিনতে সাবধান থাকতে হবে।
এই জনপ্রিয় অনলাইন শপটি মাঝে মাঝে বিভিন্ন অফার দিয়ে থাকে। তাছাড়া তাদের বিভিন্ন স্থানে দ্রুত ডেলিভারি দেওয়ার সুনাম রয়েছে।
দেশে সবচেয়ে বেশি পিকাপ পয়েন্ট বা হাব তাদেরই রয়েছে। যা একটি বিশাল অর্জন।
Foodpanda

অনালাইনে খাবার ক্রয়ের জন্য foodpanda বেশ জনপ্রিয়। তাড়া বেশ ভাল সার্ভিস দিয়ে আসছে।
আপনি চাইলে আপনার পছন্দের রেস্টুরেন্ট কিংবা পছন্দের যেকোনো খাবার foodpanda তে অর্ডার করতে পারবেন।
চাইনিজ, থাই, মেক্সিকান সহ দেশি যেকোনো খাবার ক্রয় করা যাবে এই জনপ্রিয় অনলাইন শপ থেকে।
তাছাড়া খুব দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য তারা বেশ সুনাম অর্জন করেছে। ১৫ মিনিট থেকে ১ ঘনটার মধ্যে পেয়ে যেতে পারেন আপনার পছন্দের খাবার।
Evaly

ইভ্যালি বাংলাদেশে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠা অনলাইনে কেনাকাটার ওয়েবসাইট। তাদের এই সফলতার মূল কারণ ক্যাশব্যাক অফার।
তাদের মত ক্যাশব্যাক অফার এখন পর্যন্ত অন্য কোনো অনলাইন শপ দিতে পারেনি।
এটি দিন দিন খুব ভাল একটি প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। এক সময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইকমার্স প্লাটফর্ম ইভ্যালি হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
আরও দেখুন:
বাংলাদেশের সেরা ৪ টি ডোমেইন হোস্টিং কোম্পানি
Rokomari

বই মানেই রকমারি। বই বিক্রির জন্য এটি দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল।
সুন্দর ও দ্রুত ডেলিভারি দেওয়ায়ার জন্য তাদের বেশ সুনাম রয়েছে। যা অন্য কোনো অনলাইন শপ এখনও অর্জন করতে পারেনি।
রকমারিতে প্রায় সকল বই পাওয়া যায়। তাছাড়া প্রি-অর্ডারও করা যাবে। বই প্রেমিকদের পছন্দের তালিকায় রকমারির নাম থাকবেই।
Chaldal

চাল-ডাল বেশ সুনাম অর্জন করেছে। তারা নিত্য প্রয়োজনীয় সকল ডেলিভারি দিয়ে থাকে।
তেল, সাবান, চাল, ডাল, মাছ, সবজি সহ সকল গ্লোসারি আপনি Chaldal থেকে ক্রয় করতে পারবেন।
তাছাড় তাদের কাছ থেকে কিছু কিছু পণ্য বেশ কম দামে পাওয়া যায়। আর প্রায় পণ্যেই ২-৫% ডিস্কাউন্ট তো থাকছেই।
আর তারা যে কারণে সবচেয়ে প্রশংসা কুড়িয়েছে তা হলো দ্রুত ডেলিভারি। সাধারণত তারা ১৫ থেকে ১ ঘণ্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকে।
BdShop

বিডিশপ ডিজিটাল ও ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করার জন্য সেরা একটি ওয়বেসাইট।
তাছাড়া তারা ইউটোবারদের জন্য বিভিন্ন পণ্য বিক্রির জন্য সেরা। যেমন: মাইক্রোফোন, লাইট সেটাপ ইত্যাদি।
বিডিশপ অরজিনাল পণ্য ডেলিভারি দেওয়ার জন্য বেশ সুনাম অর্জন করেছে। তবে মাঝে মাঝে তাদের নামেও বেশ অভিযোগ পাওয়া যায়।
ডিজিটাল ও ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করার জন্য এটি সেরা একটি মাধ্যম হতে পারে। বিশেষ করে ইউটোবার ও টেক প্রিয়দের।
Ajkerdeal

এটি এক সময় দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শপিং সাইট হলেও পণ্যের কোয়ালিটি ধরে রাখতে না পারার কারণে জনপ্রিয়তা হারিয়েছে।
তবে এখনো তাদের ভাল পণ্যও রয়েছে। ভাল সেলার থেকে সাবধানের সাথে অর্ড়ার করতে হবে।
আজকের ডিল এখনও বেশ জনপ্রিয় অল্প মূল্যে ডেলিভারি দেওয়ার জন্য। অগ্রিম বিকাশ পেমেন্টে তারা ফ্রি ডেলিভারি অফার করে। তাছাড়া নির্দিষ্ট পণ্যে রয়েছে স্পেশাল ছাড়।
PriyoShop

দারাজের মত প্রিয়শপেও প্রায় সকল পণ্য পাওয়া যায়। তারা আরও পণ্য বা ব্যান্ড যুক্ত করার চেষ্টা করছে।
তবে অফারের দিক দিয়ে প্রিয়শপ অন্যন্যদের থেকে কিছুটা পিছিয়ে থাকলেও তাদের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।
অনেক সময় বিভিন্ন পণ্য অন্য সব ইকমার্স ওয়েবসাইটে পাওয়া যায় না। তখন প্রিয়শপ বেশ কাজে আসতে পারে।
আমরা আশা করি এই অনলাইন শপটি ভবিষ্যতে আরও জনপ্রিয়তা পাবে এবং ভালভাবে গ্রাহকের চাহিদা পূর্ণ করতে পারবে।
Pickabbo

পিকাবো বিভিন্ন ব্যান্ডের স্মার্টফোন, অ্যাক্সেসরিজ, বা গেজেট পণ্যের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল।
এখনও বেশ নতুন নতুন স্মার্টফোন এখানে রিলিজ হয়ে থাকে। যেগুলো বেশ ভাল মানের হয়।
তাছাড়া নতুন সব স্মার্টফোন বা অ্যাক্সেসরিজ মানুষের কাছে পৌছে দিয়ে বেশ সুনাম অর্জন করেছে।
সর্বশেষ স্মার্টফোন পেতে পিকাবোতে নজর রাখতে পারেন। কারণ তারা মাঝে মাঝে বেশ ভাল অফার দিয়ে থাকে।
Othoba

“অথবা” বিভিন্ন প্রোডাক্ট অফার করলেও তার নির্দিষ্ট কিছু পণ্যে ফোকাস করে থাকে। যেমন: বিভিন্ন ফুড ও গ্লোসারি, ছোটদের খেলনা, জনপ্রিয় বই ইত্যাদি।
তাছাড়া এই শপে মাছ মাংস সহ প্রায় সকল পণ্য পাওয়া যায়। তাই এটিও দেশের অন্যতম অনলাইনে কেনাকাটার ওয়েবসাইট।
“অথাবা” দ্রুত ডেলিভারি দেওয়া জন্য চেষ্টা করে। দিন দিন এটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কিছু কিছু পণ্যের জন্য অথবা ছাড়া অনলাইনে আর কোনো উপায় নেই বললেই চলে।
আরও দেখুন: